• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

তিন বন্ধুর ‘শাদী মোবারক’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০
শামীম জামান মোশাররফ করিম ও আ খ ম হাসান

একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনেও ভালো বন্ধু তারা। তাদের শুরুটা কাছাকাছি সময়ে, মঞ্চের মাধ্যমে। সেই থেকে একসঙ্গে বেড়ে ওঠা অভিনয় অঙ্গনে। জনপ্রিয়তার বিচারে কম-বেশি পার্থক্য থাকলেও, সেটির প্রভাব পড়েনি তাদের বন্ধুত্বে। মাঝে মাঝে তারই প্রতিচ্ছবি মেলে টিভি নাটকে।

তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশির ভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সেই সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সম্প্রতি ‘শাদী মোবারক’ নামের নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন শামীম জামান। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন শামীম জামান। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিন বন্ধুই।

নাকটির গল্পে দেখা যাবে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার।

বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে ঝামেলা।

শামীম জামান বলেন, ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।

প্রসঙ্গত, মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান ছাড়াও ‘শাদী মোবারক’ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন, জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার তিন গল্পে ভিন্নরূপে পর্দা মাতাবেন মোশাররফ করিম
ঘরের কথা পরের কাছে বলতে চাই না: অহনা
শিক্ষার্থীদের সংহতি জানিয়ে যা বললেন মোশাররফ করিম
আশা করি সবকিছু আবার ঠিক হয়ে যাবে: মোশাররফ করিম