ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নতুন অধ্যায় শুরু ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১২:২০ পিএম


loading/img
ঐশ্বরিয়া রাই

বর্তমানে বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের জল্পনায় সরগরম নেটদুনিয়া। গেল এক বছর ধরে চলছে এই চর্চা। যদিও বিষয়টি নিয়ে এখনও নীরব ভূমিকা পালন করছেন দুজনেই। এদিকে নিন্দুকের মুখে ছাই দিয়ে আবারও কাজে ফিরছেন ঐশ্বরিয়া। 

বিজ্ঞাপন

সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে শুটিং সেট থেকেই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মেকআপ আর্টিস্ট অ্যাড্রিয়ান জেকব। ক্যাপশনে তিনি লিখেছেন, কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভালো দিন কাটল। তবে কী কাজ, সে বিষয়ে কিছু জানাননি জেকব। 

অন্যদিকে ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যে এও শোনা যাচ্ছে, এই দম্পতি নাকি ফের পর্দায় জুটি বাঁধছেন। মণি রত্নমের সিনেমায় নাকি আবারও একসঙ্গে দেখা যাবে ঐশ্বরিয়া-অভিষেক। এমন খবরে নতুন করে বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে তাদের।

বিজ্ঞাপন

২০০৭ সালে ঠিক বিয়ের আগে মণি রত্নম পরিচালিত ‘গুরু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। দুজনের রসায়ন প্রশংসা কুড়িয়েছিল দর্শকমহলে। এরপর ফের এই নির্মাতার ‘রাবণ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন বচ্চন দম্পতি। 

২০১০ সালে মুক্তি পায় সিনেমাটি। ১৪ বছর পর ফের ঐশ্বরিয়া-অভিষেকের জন্য একটি চিত্রনাট্য খুঁজে পেয়েছেন মণি রত্নম। তবে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি দুজনের কেউই।


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |