প্রথমবারের মতো অস্কারে বাংলা গান

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ০৭:৩২ পিএম


সংগৃহীত
ছবি:সংগৃহীত

অস্কারের দৌড়ে প্রথমবারের শামিল হলো বাংলা গান। অস্কারের এবারের আসরে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি।

বিজ্ঞাপন

ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ‘পুতুল’র জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। আর ডিসেম্বরের শুরুতেই সামনে এল বড় সুখবর।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সারেগামাপার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইমন। এর মাঝে এই খবর পেয়ে খানিক অবাক তিনিও। দ্য ওয়াল’কে গায়িকা জানিয়েছেন, আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব… আমি সুপার হ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে।

বিজ্ঞাপন

লায়ন কিং-এর মুফাসার মতো গানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করবে বাংলার পথশিশুদের নিয়ে তৈরি গান ‘ইতি মা’, ভেবেই গর্বিত ইমনও। সুখবরটা স্বামী নীলাঞ্জন ও বাবাকে জানিয়েছেন।

‘পুতুল’ সিনেমার নির্মাতা ইন্দিরা ধর মুখোপাধ্যায় ভারতের একটি সংবাদ মাধ্যমকে বলেন, বাংলা সিনেমার জয়। বাংলা গানের জয়। আমার জানা নেই যে, কোনো বাংলা সিনেমার বিজিএম অস্কারের মঞ্চে গেছে নাকি। তাই এই জয়টা শুধু ব্যক্তিগত নয়, বাংলা ইন্ডাস্ট্রির জন্য আমি খুশি।

‘পুতুল’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্যও প্রাথমিক ধাপে মনোনীত হয়েছেন সংগীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায়। ইমনকে নিয়ে পরিচালক বলেন, ইমন তো ভীষণ সোলফুল গায়িকা। গানটাও খুব ভালোবেসে গেয়েছে। ওকে নিয়ে আলাদা করে আর কী বলব।

বিজ্ঞাপন

পরিচালক আরও জানান, অস্কারের জন্য প্রচুর টাকা খরচ করে ক্যাম্পেইন করতে হয়। মৌলিক বাংলা সিনেমার পরিচালকের হাতে এত টাকা নেই। তবে এই সাফল্যে তিনি খুশি। আপাতত তার চোখ ‘পুতুল’ সিনেমা যুক্তরাষ্ট্রে রিলিজ ঘিরে। আগামী ১৩ ডিসেম্বর এটি মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে, সেই সঙ্গে ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গেও সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে, ১ নভেম্বরের মধ্যেই অস্কারের মৌলিক গানের সমস্ত নমিনেশন জমা পড়েছিল। চূড়ান্ত ভোটিং পর্ব শুরু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। আর আগামী বছর ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের এবারের আসর।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission