• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভ্রমণে গিয়ে অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
পার্ক মিন জে

বেড়াতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে। গত ২৯ নভেম্বর চীনে ভ্রমণে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।

বুধবার (৪ ডিসেম্বর) ইউহা উইমেনস ইউনিভার্সিটি সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্য সম্পন্ন হবে।

পার্ক মিন জের এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি অভিনয় পছন্দ করতেন। তার অভিনয় ছিল সবসময় সেরা। সবাইকে রেখে স্বর্গে চলে গেছেন তিনি। আমরা আর তার অভিনয় দেখতে পাব না। তবে তাকে সবসময় স্মরণ করব আমরা।

এ ছাড়া এ অভিনেতার ছোট ভাই পার্ক জে হিউং সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে গত ২ ডিসেম্বর এক পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি আপনারা আরও মানুষ তাকে দেখতে আসবেন, বিদায় জানাতে আসবেন। আর সবাই এটা বুঝে নিন যে, আমরা পৃথক কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা পান পার্ক মিন জে। এরপর ‘লিটল উইমেন’, ‘স্ন্যাপ অ্যান্ড পার্ক’, ‘কোরীয় খিতন ওয়ার’সহ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন তিনি।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হৃদরোগে আক্রান্ত তপন চৌধুরী
ঘুমের মধ্যেই মারা গেলেন ছোট পর্দার অভিনেতা
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা মুকুল সিরাজ
বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন জনপ্রিয় সোশ্যাল ইনফ্লুয়েন্সার