ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ডেঞ্জার জোন’

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০২:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পর্দায় এখন খুব একটা দেখা মেলে না চিত্রনায়িকা জলির। বলা যায়, শোবিজ থেকে দূরেই রয়েছেন তিনি। দীর্ঘদিন পর ফের খবরের শিরোনামে উঠে এলেন জলি।  আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ডেঞ্জার জোন’। 

বিজ্ঞাপন

সিনেমাটি নির্মাণ করেছেন বেলাল সানী। এতে জলির সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ‘ডেঞ্জার জোন’র পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেন নির্মাতা।

এ প্রসঙ্গে জলি বলেন, সপ্তাহখানেক আগে জানতে পারলাম মুক্তি পাচ্ছে সিনেমাটি। শোনার পরই খুব আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষা করছি। দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। আশা করছি নিরাশ হবেন না দর্শক।

বিজ্ঞাপন

অভিনেত্রী আরও বলেন, একটি সিনেমার কাজ করা আছে। হয়তো সামনে মুক্তি পাবে। এছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়েও কথা চলছে।

‘ডেঞ্জার জোন’র মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন বাপ্পী-জলি। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

প্রসঙ্গত, সর্বশেষ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছিল জলিকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সরব নন এই চিত্রনায়িকা।

 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |