ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সম্মাননা পেলেন চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা বাপ্পি

আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০২:৪৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

শান্তি ও সম্প্রীতির সন্ধান শীর্ষক দশম প্রাচ্য-চিত্রকলা প্রদর্শনীতে পুরস্কৃত হলেন চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা মো. নাজমুল হক বাপ্পি। যৌথ এই শিল্পায়োজনের আয়োজক অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস এবং ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রপ (ওপিএসজি)।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মনিরুল ইসলাম, বিশিষ্ট শিল্পী সমর মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেন এবং ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের প্রধান উপদেষ্টা মিখাইল ইদ্রিস ইসলাম। সভাপতিত্ব করেন অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নীলু রওশন মুর্শেদ।

বিজ্ঞাপন

পুরস্কারজয়ী উদীয়মান পাঁচ নবীন শিল্পী হলেন সৌরভ ঘোষ, শাহানুর মামুন, হাসুরা আক্তার রুমকি, মো. বাদশ হারুন-নূর রশিদ ও নাজমুল হক বাপ্পি। তাদেরকে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থমূল্য তুলে দেন অতিথিরা। উন্মুক্ত আহ্বানের মাধ্যমে জামা পরা কয়েকশত শিল্পকর্ম থেকে নির্বাচন কমিটির মাধ্যমে শিল্পীদের কাজ নির্বাচন করা  হয়েছে।

তাদের কাজে বাংলাদেশের লোকজ ঐতিহ্য, দরবারি আভিজাত্য এবং আধুনিক প্রাচ্যচিত্রের বহুমাত্রিক রূপের সমাহার ঘটেছে। মোট ৫৪ শিল্পীর শিল্পের সমাহাজারে সেজেছে এই শিল্পায়োজন। খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষানবিশ তরুণ শিল্পীসহ গুণী লোকশিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।

আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত,  নাট্যনির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পি প্রতিনিয়ত সময়ের চিহ্ন খুঁজে বেড়ান। তার ছবিতে ফুটে ওঠে চলমান জীবনে চিত্র। সেসব ছবি ইতিহাস বদলায়, কিছু মানুষকে স্বপ্ন দেখায়, আর কিছু মানুষকে বাকরুদ্ধ করে। চিত্রশিল্পে তার পদচারণা ব্যাপক। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের চিত্রশিল্পের প্রদর্শনী ও বিভিন্ন পুরস্কার অর্জন তার পথ চলা আরো ত্বরান্বিত করেছে। 

বিজ্ঞাপন

চাইনিজ প্রিন্টিং-এর পাশাপাশি প্রকৃতিপ্রেমী এই চিত্রশিল্পীর ভাবনা জুড়ে সব সময় স্থান পেয়েছে দেশের মাটির গন্ধ, সবুজের স্নিগ্ধতা, আবার কখনো পাহাড় কিংবা সমুদ্র। এ পর্যন্ত তার চিত্রায়িত অসংখ্য চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে দেশে এবং দেশের বাহিরে। সেই সঙ্গে মানুষের ভালোবাসা কুড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পেয়েছেন অসংখ্য সম্মাননা।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |