৩৯০ কোটিতে বিক্রি হলো জুডির সেই জুতা জোড়া!
‘দ্য উইজার্ড অব ওজ’ হলিউডের কালজয়ী সিনেমাগুলার একটি! ত্রিশের দশকে মুক্তি পাওয়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে রীতিমত অমরতা লাভ করেছেন কিংবদন্তী অভিনেত্রী জুডি গারল্যান্ড! বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এই ক্লাসিক সিনেমাটির গুরুত্ব এখনো কতোটা, তার কিছুটা আন্দাজ করা যাবে শনিবারের একটি নিলামের খবরে!
এল ফ্র্যাঙ্ক বমের শিশুতোষ ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে একই নামে হলিউডে ‘দ্য উইজার্ড অব ওজ’ মুক্তি পায় ১৯৩৯ সালে। প্রজন্মের পর প্রজন্ম ছবিটি এখনো দর্শক হৃদয় জয় করে চলেছে! শুধু এই ছবি কিংবা অভিনেত্রী নয়, এর সঙ্গে যুক্ত যেকোনো স্মারকও বেশ মূল্যবান!
সম্প্রতি ‘দ্য উইজার্ড অব ওজ’-এর আইকনিক রুবি স্লিপার নিলামে তোলা হয়। যার প্রস্তাবিত মূল্য ছিলো সাড়ে ১৫ লাখ ডলার। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ জনের মতো ক্রেতা!
নিলামে সেই রুবি স্লিপারের চূড়ান্ত দাম উঠে ২৮ মিলিয়ন ডলারে! নিলামে বিজয়ী সেই ক্রেতা আরো সাড়ে চার মিলিয়ন ডলার যোগ করে ৩২.৫ মিলিয়ন ডলারে ‘দ্য উইজার্ড অব ওজ’ এর সেই আইকনিক রুবি স্লিপার কিনে নেন! বাংলাদেশি মুদ্রায় যা ৩৮৯ কোটি ৬০ লাখ টাকা! হলিউড স্মৃতিচিহ্নের নিলামের ইতিহাসে এটিকেই সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে সিএনএন!
এই জুতা জোড়া নিয়ে অতীতে বহু নাটকীয় ঘটনা ঘটেছে! জুডি গারল্যান্ড ব্যবহৃত এ জুতা ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়ে যায়। পরে ২০১৮ সালের এফবিআইয়ের এক অভিযানে উদ্ধার হয়।
আরটিভি /এএ
মন্তব্য করুন