• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আল্লু অর্জুনের গ্রেপ্তারকে সমর্থন করে যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে।

গ্রেপ্তাররের পর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন এই দক্ষিণী সুপারস্টার।

এদিকে, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত তিনি। কোনো মন্তব্য করতে যেন কাউকেই পরোয়া করেন না। আর তাই তো আল্লু অর্জুনের গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে রীতিমতো গর্জে উঠলেন বলিউড কুইন।

এক সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনা সত্যিই খুব হতাশাজনক। আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে আমি প্রস্তুত। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।

প্রসঙ্গত, সেই নারীর মৃত্যুর খবর কানে যেতেই এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদানেরও আশ্বাস দেন অভিনেতা। এমনকি, তার আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশমিকার ভক্তদের জন্য দুঃসংবাদ
এবার সঞ্জয় লীলা বানসালির সিনেমায় আল্লু অর্জুন
এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২
যে কারণে ‘পুষ্পা’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন শাহরুখ