আল্লু অর্জুনের জামিন পেতে উঠে এলো শাহরুখ খানের নাম

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ১১:১৮ এএম


আল্লু অর্জুনের জামিন পেতে উঠে এলো শাহরুখ খানের নাম
ছবি: সংগৃহীত

‘পুষ্পা টু’র প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে  পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুতে গ্রেপ্তার হন আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর গত ১৩ ডিসেম্বর হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান অভিনেতা। এদিকে আল্লু অর্জুনের জামিন পেতেই উঠে এসেছে বলিউড অভিনেতার শাহরুখ খানের নাম।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে আল্লু অর্জুনের মতো একই ধরনের একটি মামলায় বিতর্কে পড়েছিলেন শাহরুখও। সে সময় ‘রইস’র প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে গুজরাট যাচ্ছিলেন তিনি। ভদোদরায় শাহরুখকে দেখতে উপচেপড়া ভিড় জমেছিল। এ সময় তাকে দেখতে আসা ভক্তদের মাঝে কিছু টি-শার্ট ছুঁড়ে মেরেছিলেন অভিনেতা। 

ফলে সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়িতে পড়ে পদপিষ্ট মারা যান শাহরুখের এক অনুরাগী। এ ঘটনায় অবিনেতার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখকে মুক্তি দেয়। 

বিজ্ঞাপন

সেসময় শীর্ষ আদালত জানিয়েছিল, শাহরুখ সেলিব্রিটি হলেও আর পাঁচজন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য তাকে দায়ী করা ঠিক হবে না।

শাহরুখের মতোই এবার আল্লু অর্জুনের সঙ্গে ঘটেছে একই ঘটনা। আদালতে এদিন আল্লু অর্জুনের আইনজীবী শাহরুখকে বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান। সেখানে লেখা ছিল, পদপিষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনো সংযোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই ঘটেছে। অভিনেতা দোতলায় ছিলেন। আর ওই নারী অনুরাগী থিয়েটারের নিচতলায় ছিলেন।

তিনি আরও জানান, রাত ৯টা ৪০ মিনিটে সেখানে পৌঁছান আল্লু অর্জুন। সেখানে তিনি যাবেন, বিষয়টি পুলিশও জানত। কিন্তু পুলিশ বা থিয়েটারের পক্ষ থেকে আগাম পরিস্থিতি বুঝেও কেনো সতর্ক কিংবা আসতে নিষেধ করেননি অভিনেতাকে।

বিজ্ঞাপন

শাহরুখ খানের ঘটে যাওয়া সেই ঘটনার উদাহরণ শোনার পর আদালত জানায়, আমরা নির্দিষ্ট সময়ের জন্য জামিন মঞ্জুর করব। মূলত এরপরই ৫০ হাজার রুপি বন্ডে অন্তর্বর্তী জামিন পান অভিনেতা আল্লু অর্জুন।

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission