• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

নেতিবাচক চরিত্রে বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:১২
শবনম বুবলী

উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, এরপর চলচ্চিত্রে নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পার করেছেন আট বছর।

কিন্তু এখন পর্যন্ত কোনো সিনেমাতেই নেতিবাচক চরিত্রে দেখা যায়নি বুবলীকে। এবারই প্রথম এমন একটি চরিত্রে পর্দায় মাতাতে আসছেন তিনি। সিনেমাটির নাম নাম ‘পিনিক’। এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর পাশেই সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন বুবলী। সিনেমার প্রযোজক শিমুল খান জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

গেল নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় ‘পিনিক’র শুটিং। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমার শুটিং করেছেন দুজনে।

আগামী ২২ ডিসেম্বর ‘পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতা জাহিদ জুয়েলের। এটি তার প্রথম সিনেমা। এর আগে নাটক ও বিজ্ঞাপন বানিয়েছেন তিনি।

পরিচালক জানান, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী
বুবলীর বিয়ের ছবি নিয়ে শোরগোল নেটদুনিয়ায়
হঠাৎ অপু বিশ্বাসের রহস্যজনক পোস্ট
বুবলীর মুগ্ধতায় নেটিজেনরা