বলিউড তারকাদের একের পর এক সংসার ভাঙনের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছে নেটিজেনরা। আজ এর বিচ্ছেদ তো কাল অন্য কারও। সম্পর্ক ভেঙে প্রিয় তারকাদের আলাদা হয়ে ভিন্নপথে হাঁটার প্রবণতা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। এবার ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ তাদের।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেকের। ফলে আরও মাথাচাড়া দিয়েছে চর্চা। নতুন খবর হলো, বিচ্ছেদ গুঞ্জনের এবার একসঙ্গে দেখা গেল তাদের সঙ্গে ছিল বিগ বি অমিতাভ বচ্চনও।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, একমাত্র মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল ঐশ্বরিয়া–অভিষেককে। কয়েক দিন আগেই তারা একটি বিয়েতে অংশ নিয়েছিলেন। তখন থেকে এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
এই তিন তারকার একাধিক ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বরিয়া কালো পোশাকে হাজির হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিষেক, ঐশ্বরিয়া ও অমিতাভ একসঙ্গে অনুষ্ঠানের প্রাঙ্গণে প্রবেশ করছেন। ঐশ্বরিয়া শ্বশুর অমিতাভ বচ্চনের পাশে হাঁটছেন এবং অভিষেক তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তারা একসঙ্গে হাসিমুখে কথা বলছেন, ক্যামেরার সামনে আন্তরিক মুহূর্ত ভাগ করছেন।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, অভিষেক-ঐশ্বরিয়া তাদের মেয়ে আরাধ্যার পারফরম্যান্স মোবাইলে ধারণ করছেন। তারা পাশাপাশি বসে আছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, আরাধ্যা তার মা-বাবার সঙ্গে অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন। গাড়িতে ওঠার পর ঐশ্বরিয়া মেয়েকে আদর করছেন। এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে।
এদিকে নাতনির পারফরম্যান্সের প্রশংসা করে অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেন, শিশুরা তাদের সরলতা এবং মা-বাবার সামনে সেরাটা দেখানোর ইচ্ছা, কী আনন্দের বিষয় এবং যখন তারা হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করে, এটি সত্যিই এক অসাধারণ অনুভূতি। আজ ছিল এমন একটি দিন।
প্রসঙ্গত, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০৭ সালের এপ্রিলে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান আরাধ্যা বচ্চন জন্ম ২০১১ সালে। বিয়ের পর বের ভালোই যাচ্ছিল তাদের সংসার। তবে কয়েকমাস ধরেই তাদের দূরত্বের খবর শোনা যায়। যদিও এ নিয়ে কোনো কিছু বলছেন না ঐশ্বরিয়া ও অভিষেক।
আরটিভি/এএ/এআর