• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ওবামার পছন্দের সেরা দশ সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যাকে সবাই একজন রাজনীতিবিদ হিসেবেই চিনেন তবে এর বাইরেও তার সাংস্কৃতিক অঙ্গন নিয়েও রয়েছে আগ্রহ সীমাহীন। নিয়মিত সিনেমা দেখার অভ্যাসটা তার অবাক করে দেয়ার মতোই। প্রতি বছরই নিজের পছন্দের সেরা কিছু সিনেমার তালিকা প্রকাশ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারও করলেন।

আর এ বছর ওবামার তালিকার শীর্ষে জায়গা পেয়েছে কান উৎসব মাতানো ভারতীয় সিনেমা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট।’

শুক্রবার এক্সে (পূর্বে টুইটার) তিনি তালিকাটি শেয়ার করেছেন। ২০২৪ সালে তার পছন্দের ১০টি ছবির নাম। এর মধ্যে প্রথমেই রয়েছে ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

পায়েল কাপাডিয়ার এই ছবি কান উৎসবে জিতেছিল পুরস্কার, মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোবেও। ছবিটিতে অভিনয় করেছেন কানি কুস্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম ও হৃধু হারুন।

ওবামার পছন্দের তালিকায় আরো রয়েছে যথাক্রমে ‘কনক্লেভ’, ‘দ্য পিয়ানো লেসন’, ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, ‘ড্যুন-পার্ট টু’, ‘আনোরা’, ‘ডিডি’, ‘সুগারক্যান’ ও ‘আ কমপ্লিট আননোন’।

বরাবরের মতো ২০২৪ সালের পছন্দের গানের তালিকাও প্রকাশ করেছেন ওবামা। সেখানে জায়গা পেয়েছে ২৫টি গান।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ওবামাসহ ৯২ নোবেল বিজয়ী
হলিউডে নাম লেখাচ্ছেন ওবামাকন্যা