মুক্তি পেছাল ব্যাটম্যানের
দীর্ঘদিন ধরেই ‘ব্যাটম্যান টু’র মুক্তি অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। কিন্তু সে আশায় গুড়েবালি। দর্শকদের জন্য দুঃসংবাদ দিলেন হলিউড নির্মাতা ম্যাট রিভস।
নির্মাতা জানান, ‘ব্যাটম্যান’র সিক্যুয়াল ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা হচ্ছে না। ২০২৭ সালের ১ অক্টোবর আইম্যাক্সে মুক্তি পাবে সিনেমাটি।
‘দ্য ব্যাটম্যান’সিনেমাটির সিক্যুয়াল ‘ব্যাটম্যান টু’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন রবার্ট প্যাটিনসন। সিনেমার দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে তাকে।
এ দিকে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়াতে একেবারেই খুশি নয় ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা সে বিষয়টি তুলে ধরেছেন একাধিক পোস্টে।
২০২২ সালে মুক্তি পায় ‘দ্য ব্যাটম্যান’। তখন করোনা মহামারির কারণে সিনেমার ব্যবসা বন্ধ হওয়ার প্রভাব কাটিয়ে উঠছিল। বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলার আয়ের পাশাপাশি প্রশংসিত হয় দর্শকমহলে।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন