ওমরাহ পালনে অহনা রহমান

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ০১:৩৪ পিএম


ওমরাহ পালনে অহনা রহমান
অহনা রহমান

শোবিজের জনপ্রিয় মুখ অহনা রহমান। ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ কিছু হিট নাটক উপহার দিয়েছেন দর্শকদের। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে নানান মতামত কিংবা ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবার জানালেন, ওমরাহ পালন করতে গিয়েছেন অহনা। 

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে দেখা যায়, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন অহনা। 

বিজ্ঞাপন

পাঠকদের জন্য অভিনেত্রীর স্ট্যাটাসটি তুলে ধরা হলো—

‘আমার প্রিয় ২০২৪ সাল তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছো আবার অনেক কিছু কেড়েও নিয়েছো এবং মানুষ যে অনেক রকমের হয় সেটাও চিনতে সাহায্য করেছো।

কিন্তু শেষের চমকটা ছিল আমার জন্য অনেক বড় সারপ্রাইজ যার অনুভূতি হয়ত কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এখন বুঝলাম, জানলাম, শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস এবং ঈমান আরও মজবুত হয়ে গেলো।

বিজ্ঞাপন

আল্লাহ্ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহার স্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছো কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছো তাই তোমার ওপর কোনো রাগ নাই।

আমি বিশ্বাস করি আল্লাহ্ তাআলা যেভাবে বছর শুরু করিয়েছেন সুন্দর করে ঠিক এমনভাবে সুন্দর করে শেষও করাবে। আমি তোমার শুরুটা যেভাবে শুরু করছি তুমিও আমার সাথে শেষ পর্যন্ত এমনি থেকো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

 

আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.