• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

‘প্রবাসীর স্ত্রী-টু’ নিয়ে হাজির অহনা-রুশো

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৫
সংগৃহীত
ছবি:সংগৃহীত

গেল বছর অহনা-রুশো অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ শিরোনামের একটি নাটক বেশ আলোচনায় আসে। এরপর দর্শকদের চাহিদা মেটাতে আসাদুজ্জামান সোহাগের লেখা গল্পে ফের ‘প্রবাসীর স্ত্রী-টু’ নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও মডেল অভিনেতা রুশো শেখ।

নতুন বছরের শুরুতেই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘প্রবাসীর স্ত্রী টু’ নাটকটি রিলিজের এক ঘণ্টার মধ্যে দর্শক নাটকটি নিয়ে খুব ভালো ভালো রিভিউ ও কমেন্ট করছেন।

নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনি। পুবাইলের একটি রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে।

নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে আশাবাদী পুরো টিম। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অহনা বলেন, নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শক। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। অপেক্ষার পালা শেষ। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে মডেল অভিনেতা রুশো শেখসহ আরো অনেকেই। আশা করছি, দর্শক ভালো একটি গল্প পাবেন।

রুশো শেখ বলেন, প্রথমেই বলতে চাই অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারো শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি। প্রবাসীর স্ত্রী থেকে দ্বিতীয় পার্টের গল্প বেশি শক্তিশালী। আমাকে দর্শক ভালোভাবে নিয়েছেন। এই দুই নাটকের মাধ্যমে আমার ক্যারিয়ার নতুন করে দাঁড়িয়েছে। সেইটার জন্য পরিচালকের কাছে আমি চির কৃতজ্ঞ। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তার অভিনয়দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারেন না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে কথা দিলাম।

‘প্রবাসীর স্ত্রী-টু’ নাটকে আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, শিশুশিল্পী আদিবা সুলতানা, পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা
ওমরাহ পালনে অহনা রহমান
যে কারণে ক্ষমা চাইলেন অহনা
ভালোবেসে ঠকেছেন অহনা, প্রকাশ্যে আনলেন সেই তিক্ত অভিজ্ঞতা