ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সন্তানদের সঙ্গে পরীমণির নতুন ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ১১:১৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির ডিভোর্সের পর একমাত্র ছেলে পুণ্যই ছিল তার পৃথিবী। সেই থেকে ছেলেকে নিয়েই তার সংসার। পরে সেই দুনিয়ায় জায়গা করে নেয় ছোট্ট এক পরী। ছেলের পর পরীমণির ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যাসন্তান, যাকে দত্তক নিয়েছেন তিনি। নাম রেখেছেন প্রিয়ম।  

বিজ্ঞাপন

বর্তমানে দুই ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পরীমণি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আঁচ পাওয়া যায়। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ছেলে-মেয়ের ছবি-ভিডিও শেয়ার করেন এই নায়িকা। ভক্তরাও ভীষণ পছন্দ করেন সেসব। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। 

সোমবার (৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। যেখানে ছেলে-মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে তাকে। 

বিজ্ঞাপন

ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘আমর ডানাদুটো, আমি তোদের নিয়ে এমনই শত শত আনন্দে এই এক জীবন উদযাপন করে যাব ইনশাআল্লাহ। জীবন কি সুন্দর! শুকরিয়া খোদা।’ 

এ দিকে পরীমণি ভিডিওটি শেয়ার করা মাত্রই মন্তব্যের ঘরে ঝড় ওঠেছে নেটিজেনদের। ৪১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নায়িকার ভক্ত-অনুরাগীদের।   

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের ঘর। 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |