• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

লুৎফরের কথায় মিতুর কণ্ঠে নতুন গান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

লোকশিল্পী কানিজ খন্দকার মিতু, বর্তমানে টিভি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মাঝেই এলেন নতুন গান নিয়ে। শিরোনাম ‘হাত পা অবশ লাগে’। গানটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’খ্যাত গায়ক লুৎফর হাসান।

‘হাত পা অবশ লাগে’ গানের মিউজিক করেছেন শাহরিয়ার আলম মার্সেল এবং গানের ভিডিওর দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক শান শায়েক। শনিবার (০৮ জানুয়ারি) একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

নতুন গানটি নিয়ে শিল্পী মিতু বলেন, আমি প্রথমেই লুৎফর ভাইয়াকে কৃতজ্ঞতা জানাব। দীর্ঘদিন ধরেই তিনি বলছিল মিতু তোর জন্য একটা গান লিখব ভাবছি। আমিও অপেক্ষায় ছিলাম। হঠাৎ করেই ভাইয়া একদিন কল দিয়ে জানালেন তোর জন্য গান রেডি, গাইবি কবে? আমি তো অবাক! ওইদিনই গানের লিরিক আমাকে পাঠালেন এবং দুই দিন পরেই গানটিতে ভয়েজ দেওয়া। এবার গানটি প্রকাশ হলো আশা করছি গানের কথা ও গায়কী সবার ভালো লাগবে।

লুৎফর হাসানের লেখা ক্লোজআপন ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার গাওয়া ‘চিত্রা নদী’ শ্রোতামহলে গানটি ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানটি নিয়েও স্বপ্নটা তেমনি এই গায়ক-গীতিকারের।

নতুন গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, সালমা’র কণ্ঠে ‘চিত্রা নদী’র দীর্ঘ সতেরো বছর পর আমি একটা খাঁটি মঞ্চের গান করলাম। যে গানের অপেক্ষায় থাকে মঞ্চভিত্তিক প্রত্যেক শিল্পী। এই গানের জন্য মিতুকে নির্বাচন করার সিদ্ধান্তটা হুট করে না। আমি অনেক ভেবেচিন্তেই মিতুর জন্য এই গান করলাম। কেননা, মিতু আর আমি একই এলাকার মানুষ। আমি যখন গান ছেড়ে দেব, মিতু কিংবা তার জুনিয়ররা এই গান গাইতে থাকবে, যেমন এখনও সালমার কণ্ঠের ‘চিত্রা নদী’ সমান জনপ্রিয়। আমি এরকমই স্বপ্ন দেখি, স্বপ্ন কতটা এগিয়ে নেবে, সে সিদ্ধান্ত একান্ত মিতুর। কারণ, গানের মূল যত্নটা তার। শুভ কামনা মিতু জন্য।

বলে রাখা ভালো, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগ থেকে স্নাতক ও লোকগান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিতু। বর্তমানে রাজধানীর একটি স্কুল অ্যান্ড কলেজে গানের শিক্ষকতায় যুক্ত রয়েছেন তিনি।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারজিসের বিরুদ্ধে সমন্বয়ক মিতুর শ্লীলতাহানির অভিযোগ, যা জানা গেল
জামিন ঠেকাতে মিতুর বাবার আবেদন, মুক্তি পাননি বাবুল
কোনো ক্রিকেটারের শেষটা সম্মানের সঙ্গে হলো না: জাহারা মিতু
মন্ত্রিপাড়ায় ঘুম পাড়ানো প্রসঙ্গে মুখ খুললেন জাহারা মিতু