প্রথমবার অস্কারে সেরার তালিকায় বাংলা সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ০৪:০৪ পিএম


প্রথমবার অস্কারে সেরার তালিকায় বাংলা সিনেমা
ছবি: সংগৃহীত

প্রতিবছরই জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে অস্কারের আসর। আসন্ন অস্কারের জন্য ইতোমধ্যেই সেরা সিনেমাগুলোর তালিকা করা হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছর ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনয়নের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সেরা ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ৭টি ভারতীয় সিনেমা। এই তালিকার মধ্যে জায়গা পেয়েছে বাংলা সিনেমা ‘পুতুল’। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরার তালিকায় নাম উঠলো বাংলা সিনেমার। 

এ ছাড়া ভারতীয় বাকি ৬টি সিনেমাগুলো হলো— ‘কঙ্গুয়া’, আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ), ‘সন্তোষ’, ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’, ‘অল উই ইমেজ অ্যাজ লাইট’, এবং ‘গার্লস উইল বি গার্লস’।

বিজ্ঞাপন

পুতুল

সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। এতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। সিনেমায় সুর-সংগীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।

কঙ্গুয়া

বিজ্ঞাপন

অস্কারের সেরা সিনেমা বিভাগে একটি বড় নাম হিসেবে উঠে এসেছে ‘কঙ্গুয়া’। মুক্তির পর প্রাথমিকভাবে বক্সঅফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও অস্কারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন সুরিয়া, ববি দেওল এবং দিশা পাটানি।

আদুজীবিথম (দ্য গোয়াট লাইফ)

২০২৪ সালের মালায়ালাম ভাষার সারভাইভাল ড্রামা হিসেবে মুক্তি পায় সিনেমাটি। নাজিব নামক এক মালায়ালি অভিবাসী শ্রমিকের গল্পে নির্মিত হয়েছে এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমারন, জিমি জিন-লুইস, কে আর গোকুল, আমালা পল প্রমুখ।

সন্তোষ

‘সন্তোষ’ একটি হিন্দি ক্রাইম ড্রামা। ভারতের উত্তরাঞ্চলে গ্রামীণ অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন শানানা গোস্বামী। তিনি তার মৃত স্বামীর পেশা হিসেবে পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব নেন। সিনেমাটি ২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল। বিশ্বজুড়ে দর্শকের প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

স্বাতন্ত্র্য বীর সাভারকর

স্বাধীনতা সংগ্রামী সাভারকরের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’। এর মূল চরিত্রে রয়েছেন রণদীপ হুদা। যদিও কিছু বিতর্কের সৃষ্টি করেছে সিনেমাটি।

অল উই ইমেজ অ্যাজ লাইট

২০২৪ সালের মালায়ালম-হিন্দি সিনেমা ‘অল উই ইমেজ অ্যাজ লাইট’। এটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। এটি ভারতীয় প্রথম সিনেমা, যেটি কান উৎসবে প্রধান প্রতিযোগিতায় স্থান পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

গার্লস উইল বি গার্লস

হিন্দি-ইংলিশ ভাষার সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’। ২০২৪ সালে মুক্তি পায় সিনেমাটি। একটি বোর্ডিং স্কুলের কাহিনির মাধ্যমে এক কিশোরী মিরার জীবন ও তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে সিনেমাটি।

এ ছাড়াও ভারতের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’ অস্কারের সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে মনোনয়নের জন্য শর্টলিস্ট হয়েছে। 

অস্কারের মনোনয়ন ভোটগ্রহণ চলবে ৮-১২ জানুয়ারি পর্যন্ত। আগামী ১৭ জানুয়ারি মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হবে। চলতি বছরের ২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।  


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission