হলিউডে দাবানল
ক্ষতিগ্রস্তদের জন্য ডিজনির ১৮৩ কোটি টাকা অনুদান ঘোষণা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।
সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী।
ইতোমধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। এবার বড় অঙ্কের অনুদানের ঘোষণা দিল প্রভাবশালী স্টুডিও ডিজনি।
মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জানুয়ারি ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে ডিজনির এই অনুদান।
ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবে।
গণমাধ্যম সূত্রটি আরও জানায়, দাবানলের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণ দিয়েছে আরেকটি প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও।
সংস্থাটি জানিয়েছে, দাবানলের ঘটনায় ভীষণভাবে মর্মাহত তারা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করে প্যারামাউন্ট গ্লোবাল।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন