• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

আইসিইউতে সাইফ আলী খান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩
সাইফ আলী খান

অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে অভিনেতা সাইফ আলী খানকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে তাকে।

সাইফের জনসংযোগ টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সাইফের, এখন শঙ্কামুক্ত তিনি। চিকিৎসকেরা তার দেখভাল করছেন। তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এর আগে সাইফের শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্র জানায়, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাইফকে ছুরিকাঘাত, প্রাথমিক তদন্তে মিলেছে চাঞ্চল্যকর তথ্য
সাইফকে ছুরিকাঘাত, সিসি টিভির ফুটেজ ঘিরে রহস্য
রাতে বাড়িতে ঢুকে সাইফকে ছুরিকাঘাত, যা বললেন কারিনা
সাইফের শরীরে ছুরির অংশ পেল চিকিৎসক, তিনজন আটক