ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

হত্যার চেষ্টা করা শরিফুলকে নিয়ে মুখ খুললেন সাইফ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৩৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গেল মাসে (১৫ জানুয়ারি) গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন। 

বিজ্ঞাপন

চিকিৎসার পর সাইফ বাসায় ফিরলে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেকে এ ঘটনাকে সাজানো বলেও আখ্যা দেন। 

এদিকে, ওই দুর্ঘটনার পর এই প্রথম সাক্ষাৎকার দিলেন সাইফ। অতিপরিচিত ছন্দে, ঠাণ্ডা গলায় বললেন, বিশ্বাস করুন, ওদের ওপর আমার কোনও রাগ নেই, ঘৃণা নেই। জানতাম, এই ঘটনাকে কেন্দ্র করে নানান প্রতিক্রিয়া ধেয়ে আসবে। আর যখন ভেবেই নিয়েছিলাম এরকম কথাবার্তা হবে, তাই মাথাগরম হয়নি একটুও। ধরেই রেখেছিলাম, কিছু মানুষ একে মিথ্যা বলে উড়িয়ে দেবে, কেউ পরিহাস করবে কেউ বা স্রেফ রসিকতায় মাতবে। আর এসব হয় বলেই তো দুনিয়াটা রঙিন। সবাই যদি একে অপরের প্রতি দয়ালু হতেন, সহানুভূতিশীল হতেন, তাহলে পৃথিবীটা বড্ড একঘেঁয়ে হয়ে যেত।

বিজ্ঞাপন

সাইফ আরও বলেন, তবে এই সময়ে যা ভীষণভাবে টের পেয়েছে, তা হলো ভালবাসা। এত মানুষের ভালবাসা। এত রকম মানুষের খোঁজ পেয়েছি জানার আমার দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে, আমার মন ভাল রাখতে সাহায্য করেছে। ভরসা জুগিয়েছে। সেই অটোচালক যিনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, চিকিৎসকের দল থেকে হাসপাতালের ওয়ার্ড বয়-এরা সবাই আমার জীবনে দেবদূত। মনে হয়েছিল এরা ঈশ্বর প্রেরিত। আসলে, আমি বিশ্বাস করি এই দুনিয়া যতটা ভালবাসা, দয়ায় ভরা ঠিক ততটাই ভরে রয়েছে নির্বুদ্ধিতায়। আর সব মিলিয়েই তো দুনিয়া সুন্দর।
 
শরিফুলের প্রসঙ্গ টেনে সাইফ বলেন, আমিও ক্ষমা করে দিতাম। যদি না ও আমাকে এভাবে ছুরি মারতো!

মুচকি হেসে সাইফ আরও বলেন, আমাকে মেরে ফেলার চেষ্টা না করলে ওকে ক্ষমা করে দিলাম। ও কেন ঢুকে পড়েছিল আমার বাড়িতে, তা বুঝেছি। কিন্তু তারপর যা করেছে তা সীমাহীন বাড়াবাড়ি!

আরটিভি/এএ 

বিজ্ঞাপন

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |