• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

বাড়ি থেকে নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নাবালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে বনগাঁর চাঁদপাড়া এলাকায়।

জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক ওই কিশোরীকে মানসিক চাপ দিচ্ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। তার জের ধরেই এ ঘটনা। এমনই চাঞ্চল্যকর দাবি পরিবার ও স্থানীয়দের।

ইতোমধ্যেই গাইঘাটা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।

২০১৬ সালে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে গ্র্যান্ড ফাইনাল অবধি পৌঁছেছিল বনগাঁর ওই নাবালিকা। তারপর থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের দৌলতে তার নাম-ডাকও বেশ ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও কেন এমন ঘটনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেখান থেকেই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে এলাকার তিন যুবকের।

পরিবারের অভিযোগ, ওই যুবকেরা বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মেয়েকে যাওয়ার জন্য চাপ দিতেন। নানাভাবে ভয় দেখাতেন। সকল চাপ সইতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে নৃত্যশিল্পী।

আরটিভি/এএ-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের দাবিতে প্রকৌশলীর অফিসে অনশনে নৃত্যশিল্পী
যৌন হেনস্তার অভিযোগে নৃত্যশিল্পী গ্রেপ্তার
সালমান-রাশমিকার আইটেম গানে ২০০ নৃত্যশিল্পী
৫০০ নৃত্যশিল্পীর পরিবারের পাশে রাম চরণ