বলিউড অভিনেতা সাইফ আলী খানের সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
সাইফের অস্ত্রোপচার করা একজন চিকিৎসক নীতিন ডাঙ্গে বলেন, মেরুদণ্ডে ছুরিকাঘাতের কারণে থোরাসিক স্পাইনাল কর্ডে বড় ক্ষত হয়েছে অভিনেতার। মূলত সাইফের শরীর থেকে ছুরির টুকরো অপসারণ এবং মেরুদণ্ডে জমাট বাধা তরল পদার্থ বের করার জন্য এই অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই বাড়িতে প্রবেশ করে সে।
বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।
আরটিভি/এইচএসকে