• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

পশ্চিমবঙ্গে সম্মাননা পেলেন সেলিম রেজা সেন্টু

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৬

পশ্চিমবঙ্গের মহিষাদল শিল্পকৃতির পক্ষ থেকে বাংলাদেশের নাট‍্যজন সেলিম রেজা সেন্টুকে সম্মাননা জানানো হয়। গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মহিষাদল বই মেলা সমিতির বই মেলা মঞ্চে এই সম্মাননা জানানো হয়।

এই আয়োজনে শিল্পকৃতি প্রযোজনা সঞ্জয় চট্রোপাধ‍্যায় রচিত সুরজিৎ সিনহা নির্দেশিত ‘সেই স্বপ্নপুর’ মঞ্চস্থ হওয়ার পর বই মেলা সমিতির সভাপতি অধ্যাপক হরিপদ মাইতি সেলিম রেজা সেন্টুকে সম্মাননা ও মানপত্র তুলে দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট‍্য আকাদেমির সদস্য ও শিল্পকৃতির সভাপতি বিশিষ্ট নাট‍্যজন সুরজিৎ সিনহা।

সেলিম রেজা সেন্টু পশ্চিমবঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকোতে পড়া অবস্থায় তাঁর সম্পাদিত অন্যধারার নাট‍্যপত্রিকা ‘দুই বাংলার থিয়েটার’ প্রকাশ করেন ১৯৯৭ সালে, এরপর সেই ধারাবাহিকতায় প্রকাশ করেন শিশু কিশোরদের নাটকের কাগজ ‘নাট‍্য’ ও রঙ্গ মঞ্চের সংবাদ বিষয়ক কাগজ ‘প্রাককথন’। তার প্রতিষ্ঠা করা অনুসন্ধিৎসু নাটকের দল ‘প্রাকৃতজন’ ও শিশু কিশোরদের নাটকের দল ‘অ আ ক খ’ নিয়ে বগুড়া ও ঢাকায় কাজ করছেন।

সেলিম রেজা সেন্টুর ৩৪ জীবনের নাট‍্যজীবনে বিশ্ববিদ্যালয়ে নাটকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্তিসহ একই সঙ্গে শিশুদের ও বড়দের থিয়েটার নিয়মিত চর্চা, নাট‍্যপত্রিকা সম্পাদনা, মঞ্চে অভিনয় ও নির্দেশনাসহ থিয়েটারের কাজের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গের ‘মহিষাদল শিল্পকৃতি’ এই সম্মাননা প্রদান করে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন মেসি
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
মুক্তিযোদ্ধার মর্যাদায় সমাহিত হচ্ছেন বিএনপি নেতা হারিস চৌধুরী
আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রেহমান