ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ঊর্বশী

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ , ১১:৪৭ এএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতোলা। কোনো না কোনো ইস্যু নিয়ে কিছুদিন পরপরই সংবাদের শিরোনামে আসেন তিনি। এরমধ্যে অধিকাংশ সময়ই নামের সঙ্গে জুড়ে থাকে বিতর্ক। কিছুদিন আগেই বলিউড অভিনেতা সাইফের ওপর হামলার ঘটনা নিয়ে কথা বলে কটাক্ষের মুখে পড়েন।

বিজ্ঞাপন

তারকার ওপর হামলা নিয়ে সমবেদনা জানানোর পরিবর্তে নিজের লাখ টাকার ঘরি শো-অফ করেন। এ দৃশ্য দেখে অসংবেদনশীল তকমা দেওয়া হয় তাকে। পরে অবশ্য এ নিয়ে ক্ষমা প্রার্থনা করেন অভিনেত্রী ঊর্বশী।

এদিকে, এবার বাথরুম থেকে ফাঁস হওয়া আপত্তিকর ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। ফাঁস হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, বাথরুমে প্রবেশ করছেন ঊর্বশী। এ সময় পরনে ছিল সালোয়ার কামিজ। দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাওয়ার আগ মুহূর্তে বন্ধ হয়ে যায় ভিডিওটি। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

এরপরই প্রশ্ন ওঠে―এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এলো কীভাবে? এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা যখন নানা আলোচনা-সমালোচনা করছেন, তখনই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন ঊর্বশী।

এ ব্যাপারে ঊর্বশী বলেন, নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন, আমাদের সিনেমা নিয়ে কোনো ধরনের হাইপ নেই, আলোচনাও নেই। এ সিনেমার জন্য জমি বিক্রি করতে হয়েছে। তারা এমনটাও বলেছিলেন, সিনেমাটি নিয়ে যদি কোনো শোরগোল তৈরি করা না যায়, তাহলে ঋণ পরিশোধের বিপরীতে রাস্তায় দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

এ অভিনেত্রী বলেন, নির্মাতারা এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং অনুমতি নেন আমাদের। আর আমাদের সিনেমার দৃশ্য এমনই ছিল, আলাদা কিছু শুটিং করিনি। এ জন্য তিনি বলেছিলেন, এটি আমরা আরও আগে মুক্তি দিতে পারি কি না। আর প্রযোজকদের কথা ভেবে প্রোমোশনের জন্য এমনটা করি। যা ছিল ‘ঘুষপেটিয়া’ সিনেমার দৃশ্যের।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission