মনস্তাত্বিক জটিলতার গল্প নিয়ে থিয়েটার আর্টের ‘বলয়’
বছরের শুরুতে ঢাকার মঞ্চে থিয়েটার আর্ট ইউনিট নিয়ে এসেছে নতুন নাটক ‘বলয়’। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শণী অনুষ্ঠিত হবে। এটি দলের ৪০তম প্রযোজনা।
মানুষের মনস্তাত্বিক জটিলতা নিয়ে আবর্তিত হয়েছে ‘বলয়’ এর গল্প। নাটকের প্রধান চরিত্র তিনটি; একজন রাজনীতিক, অন্যজন ধর্মতাত্ত্বিক এবং অপরজন বিজ্ঞান চিন্তক। তারা তিনজনই এসেছে মনোবিশ্লেষকের কাছে কাউন্সেলিংয়ের জন্য। তাদের উপলব্ধি একইরকম, প্রত্যেকেই তারা আপন বলয়ে আবদ্ধ। হাঁপিয়ে উঠেছে তারা, আর পেরে উঠছে না । তারা পরিত্রাণ চায়। বলয় মুক্ত জীবন চায়। কাউন্সেলিংয়ের ফাঁকে বের হয়ে আসে তাদের না বলা কথা। উপলব্ধির কথা। বিজ্ঞান ধর্ম রাজনীতির কথা।
নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ। ‘বলয়’ প্রসঙ্গে তিনি বলেন, এক বলয় থেকে অন্য বলয়ে আমরা স্থানান্তরিত হয়েছি। বলয় কিন্তু রয়েই গেছে। বলয় থেকে বলয়ে গমন অথবা আটকে পড়া বলয়ে পুঞ্জিভূত ক্ষোভের স্পন্দন, অনুকূলে বা প্রতিকূলে মুক্তিহীন বলয়বন্দী বহমান এই জীবন- এ উপলব্ধিই 'বলয়' নাটকের চিন্তা সূত্র।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী। আবহ পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। প্রযোজনা অধিকর্তার দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান মিল্লাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার, রেজাউল আমিন সুজন, স্বাধীন শাহ, কামরুজ্জামান মিল্লাত, সেলিম মাহবুব, হাসনাত প্রদীপ, মোকাদ্দেম মোরশেদ, নাওমী, মেহেরুবা,ফারহানা প্রমুখ।
আরটিভি/ ডিসিএনই
মন্তব্য করুন