ঢাকাFriday, 09 May 2025, 26 Boishakh 1432

সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ১০:৩৭ এএম


loading/img
পরীমণি

দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ১টা ২৬ মিনিটের দিকে কেঁপে ওঠে চারপাশ। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন অনেকে। চিত্রনায়িকা পরীমণিও ভূমিকম্প নিয়ে পোস্ট দেন ফেসবুকে।

তিনি লিখেছেন, আমার এমন ভার্টিগো যে ভূমিকম্পও টের পাই না। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল (অনুভব হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভার্টিগো রোগে আক্রান্ত পরীমণি। ভার্টিগো রোগের সমস্যা হলো, মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। মাঝে মধ্যেই এ রোগের চিকিৎসা নিতে হাসপাতালে ছুটতে হয় তাকে।

পরীমণির ভূমিকম্পের সেই পোস্টে তার সুস্থতা কামনা করেন ভক্ত-অনুরাগীরা। সেইসঙ্গে নিরাপদে থাকার আহ্বানও জানান তারা।  

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |