তিব্বতে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ১০:৪৪ এএম


তিব্বতে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১২৬
ছবি: সংগৃহীত

চীনের তিব্বত অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে পার্বত্য অঞ্চলটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। খবর রয়টার্সের।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের সীমান্তবর্তী তিব্বতের ডিংরি কাউন্টি।

বিজ্ঞাপন

সিইএনসি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১।

এ ভূমিকম্পের প্রভাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রবল কম্পন অনুভূত হয়। এ ছাড়া ভারতের বিভিন্ন অংশেও ভূকম্পনের তথ্য পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশেও। 

এদিকে তিব্বতের স্থানীয় প্রশাসন বলছে, ১২৬ জনের প্রাণহানি ছাড়াও ভূমিকম্পে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে এখনও কাজ চলছে। তবে, দুর্গম এলাকা ও বৈরী আবহাওয়ার কারণে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিজ্ঞাপন

ভূমিকম্পে দুর্গম অঞ্চলটির অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে আন্তর্জাতিক সংস্থাগুলোও।

আরটিভি/এসএইচএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission