ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অভিবাসীদের নিয়ে ট্রাম্পের কঠোর পদক্ষেপে কাঁদলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান শুরু করেছে দেশটির স্থানীয় প্রশাসন। হাতকড়া পরিয়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর দৃশ্যও দেখা গেছে দেশটিতে। ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এমন কঠোর অবস্থান দেখে কান্নায় ভেঙে পড়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) নিজের  ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘আমি দুঃখিত।’ শুধু তাই নয়,অঝোরে কাঁদতে দেখা যায় সেলেনাকে। ইতোমধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

ভিডিওতে সেলিনা বলেন, সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। অনেকে হামলার শিকার হচ্ছেন, শিশুরাও বাদ যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, কী হচ্ছে। আমি খুবই দুঃখিত। যদি আমি কিছু করতে পারতাম! কিন্তু সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব। তবে আমি প্রতিজ্ঞা করছি, যা সম্ভব তার সবকিছু করব।

বিজ্ঞাপন

জানা গেছে, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে থিতু হয়েছেন সেলেনার পরিবার। এর আগের এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, ১৯৭০ সালে মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন সেলেনার ফুফু। তার পিছু পিছু আসেন গায়িকার দাদা-দাদিও। সেলেনার বাবার জন্ম টেক্সাসে। ১৯৯২ সালে সেখানেই জন্মগ্রহণ করেন এই গায়িকা।


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |