• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ০৯:১০
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০
ছবি: সংগৃহীত

মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীরা হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে জানায়, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য কোয়েরেটারোর ওই পানশালায় শনিবার রাতে চার বন্দুকধারী হঠাৎ হামলা চালায়।

হামলায় নিহতদের মধ্যে সাত পুরুষ ও তিন নারী নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই রাজ্যের গভর্নর মাউরিচিও কুরি বলেছেন, এই হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের সীমান্ত প্রহরা চালিয়ে যাব। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।

কোয়েরটারো রাজ্যে তুলনামূলক কম অপরাধপ্রবণ এলাকা। ফলে মেক্সিকোর অনেক স্থানের চেয়ে এই জায়গাটি তুলনামূলক নিরাপদ বলে হয়ে থাকে।

উল্লেখ্য, মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্লাউডিয়া শেইনবাম গত ১ অক্টোবর শপথ গ্রহণের পর থেকে দেশব্যাপী দুই হাজার ৭৮৮টি হত্যাকাণ্ড হয়েছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকোয় চব্বিশ ঘণ্টায় দুই সাংবাদিক নিহত
মেক্সিকোতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯
শপথের সপ্তাহ পার হওয়ার আগেই খুন হলেন মেক্সিকোর মেয়র
শপথ নিলেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট