ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিয়েভীতি নিয়ে জাহিদ হাসানের ‘ভাল্লাগেনা’

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৬:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শোবিজের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এখন নাটকে অনিয়মিত, তবে ওটিটিতেই মনোযোগী হচ্ছেন জাহিদ।

বিজ্ঞাপন

এদিকে নতুন বছরে নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন জাহিদ হাসান। দেশের একটি বেসরকারি টিভিতে প্রচার হবে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে। 

বিজ্ঞাপন

নাটকটি নিয়ে জাহিদ হাসান বলেন, বিয়ে এক সামাজিক চুক্তি, যা দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। আর সেখানে তৈরি হয় প্রেম ,ভালোবাসা, মায়া-মমতা ভরা সুখের সংসার। তবে একই ছাদের নীচে থাকতে গেলে অনেক সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, হয় ঝগড়া-বিবাদও। সেই বিবাদ গিয়ে পৌঁছায় চূড়ান্ত বিচ্ছেদে। হতাশা নেমে আসে জীবনে। আর এসব থেকেই কারো কারো বিয়ের প্রতি ভয় এবং অনীহা চলে আসে। তারা মনে করে বিয়ে মানেই একটি সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া। এই বিয়েভীতি বা অনিহা এক ধরনের মানসিক রোগ, যাকে আমরা গ্যামোফোবিয়া নামে চিনে থাকি। যারা মানসিকভাবে এই ফোবিয়ায় আক্রান্ত তারা আসলে নতুন সম্পর্ক নিয়ে আতঙ্কে থাকেন। বিবাহিত জীবন নিয়ে ভয় কাজ করে। নিজের ব্যক্তিস্বাধীনতার জায়গাটুকু খর্ব হতে পারে কিংবা মানিয়ে চলা যাবে কিনা এ ধরনের ভয় কাজ করে তাদের মাঝে। এমন কিছু মানুষের মনস্তাত্তিক বিষয় নিয়েই নাটক ‘ভাল্লাগেনা’।

হানিফ খানের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। জাহিদ হাসান ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশাতন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, কামরুন্নাহার রুমা, শেখ চাঁদনী, মোমিন বাবু প্রমুখ। 

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |