ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ওটিটিতে মনোযোগ দিচ্ছি: জাহিদ হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ০৩:৪৯ পিএম


loading/img
জাহিদ হাসান

শোবিজের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এখন নাটকে অনিয়মিত, তবে ওটিটিতেই মনোযোগী হচ্ছেন জাহিদ। 

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে ওটিটিতে কাজ প্রসঙ্গে অভিনেতা বলেন, বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ওটিটি মাধ্যমে কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নাই। তাই ওটিটিতে মনোযোগ দিচ্ছি। এখানে নিয়মিত থাকার চেষ্টা করব। 

জাহিদ হাসান বলেন, নতুন তিনটি ওয়েবের কাজে যুক্ত হয়েছি। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। ইতোমধ্যে কাজগুলো নিয়ে নির্মাতাদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফীর দুটি এবং তানিম নূরের একটি কাজ। 

বিজ্ঞাপন

এ ছাড়া ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়িই শুটিং শুরু করব।

ক্যারিয়ারে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জাহিদ। এর মধ্যে একটি সেরা অভিনেতা বিভাগে এবং দুটি সেরা খল অভিনেতা বিভাগে। এ ছাড়া সেরা অভিনেতা বিভাগে রেকর্ড ৮টি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবং একটি আরটিভি স্টার অ্যাওয়ার্ড রয়েছে এই অভিনেতার ঝুলিতে।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |