ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

এবার হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ

আরটিভি নিউজ, বিনোদন ডেস্ক

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৫০ পিএম


loading/img

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়!

বিজ্ঞাপন

‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক।

এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের নতুন এক ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওটি পোস্ট করেছেন হেনার স্বামী নায়ক নাঈম।

বিজ্ঞাপন

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, গাড়ি চালিয়ে আসছেন বাপ্পারাজ৷ আর গাছের নিচে দাঁড়িয়ে আছেন নাঈম। নাঈমের কাছে এসে বাপ্পারাজ বলছেন,  নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো,  হেনার সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে৷ 

মজার ছলে করা তাদের এই ভিডিওটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। একইসঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান ও এটিএম শামসুজ্জামান। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |