তামিম-তিথির ‘সেহেরি’

আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৮:১১ এএম


তামিম-তিথির ‘সেহেরি’

পবিত্র মাহে রমজান উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘সেহেরি’। আল আমিন স্বপনের রচনা ও রাজ্জাক রাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন তামিম খন্দকার ও অদ্রিতা তিথি।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) বিকেলে নাটকটি এনএনএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তামিম খন্দকার বলেন, সেহেরি নাটকের গল্পটা আসলেই চমৎকার। রোজার মাসে বিবেক বিক্রি করে দিয়ে মানুষ যে খারাপ কাজগুলো করে থাকে তার বিরুদ্ধে বেশ কিছু মেসেজ রয়েছে এই নাটকে। আশারাখি, দর্শক নাটকটি উপভোগ করবেন।

বিজ্ঞাপন

অভিনেত্রী অদ্রিতা তিথি বলেন, সেহেরি নাটকের গল্পটা একটু অন্য ধরনের। এটি দেখা শুরু করলে দর্শকরা আবেগ আপ্লুত হয়ে পড়বেন। আমার দৃঢ় বিশ্বাস, নাটকটি দেখে কেউ নিরাশ হবেন না।

পরিচালক রাজ্জাক রাজ বলেন, এই নাটকের গল্পটি আমাদের সবার জীবনে সচারাচর ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনার সংমিশ্রণ। এই নাটকের মাধ্যমে মানুষ রমজানে কিছু চিরাচরিত ঘটনার পজেটিভ মেসেজ পাবেন। 

তিনি আরও বলেন, রমজানে জিনিসপত্র বেশি দামে বিক্রি, অবৈধভাবে জিনিসপত্র মজুদ রাখা, রোজা না রেখে খারাপ কাজের প্রতি আগ্রহ, ভন্ডামির আশ্রয় নিয়ে ভিক্ষাবৃত্তি করা এরকম অনেক বিষয় নিয়ে দর্শক বেশ কিছু মেসেজ পাবেন এই নাটকে। আমার ধারণা, নাটকটি সবার মন ছুঁয়ে যাবে।

বিজ্ঞাপন

এনএনএফ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটিতে ইমরান আজান, ফাহমিদা তৃষা, শরীফ মোস্তাফিজুর রহমান, তমা ইসলাম, শফিকুল ইসলাম লিপু, জসিম কায়কোবাদ, মিহিরাসহ আরও অনেকে অভিনয় করেছেন। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission