ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়মানুযায়ী দলের হয়ে টস করতে গিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ইতোমধ্যে হার্টে রিং পরানো হয়েছে এই ক্রিকেটারের। ডাক্তার জানিয়েছেন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি।
সোমবার (২৪ মার্চ) সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তামিম বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় ওষুধ খান তিনি। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে আবারও বিকেএসপিতে ফিরে আসেন এই ক্রিকেটার।
এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের (মোহামেডান স্পোর্টিং ক্লাব) ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।
২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডিসি শক দেওয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।
চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেওয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই।
এদিকে, প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া চেয়ে অনেকে ফেসবুকে পোস্ট করছেন। তামিমের সুস্থতায় দোয়া চেয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সেই কাতারে আছেন দেশের দর্শকপ্রিয় অভিনেতা ওমর সানী।
সোমবার (২৩ মার্চ) ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী লেখেন, আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।
অন্যদিকে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওমর সানী মঙ্গলবার (২৫ মার্চ) তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, তামিম ইকবালের চিকিৎসায় জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে প্রমাণ হয় আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। সাধারণ মানুষ তা পায় না, শুধুমাত্র সদিচ্ছার অভাবে এবং আমার যখন রিং লাগানো হয় তখন বেশ ভালো সার্ভিস পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু সাধারণ মানুষের বেলায় তাই হোক।
আরটিভি/এএ/এস