ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

জীবন্ত পোড়ানোর হুমকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০৩:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় লাগাতার পাচ্ছেন প্রাণনাশের হুমকির অভিযোগ। এমনকী তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। বলছি মুম্বাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। 

বিজ্ঞাপন

২২ বছর বয়সী এই তরুণী বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশাল মিডিয়া মারফৎ তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।  

বিজ্ঞাপন

গত ১৬ মার্চ ই-মেইলে এই ইনফ্লুয়েন্সারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। 

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেল রাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অ্য়াঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লাখ ফলোয়ার তার। 

বিজ্ঞাপন

সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছেন। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |