ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কাজী নজরুলের ‘এলো খুশির ঈদ’ গানে মুখরিত শিল্পকলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ১১:২২ পিএম


loading/img

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।’ মুখরিত হয়েছে শিল্পকলা একাডেমি।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করেছেন আহমেদ নূর আমেরি ও সহশিল্পীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |