ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন: ওমর সানী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৫:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর। যেন লাশের সারি। আহতদের চিৎকারে ভারী আকাশ-বাতাস। 

বিজ্ঞাপন

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। সেই সঙ্গে ইসরায়েলকে এমন বর্বরতার জন্য ধিক্কার জানাই। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের দিন্দা জানান। দেশের শোবিজ তারকারও এ বিষয়ে প্রতিবাদমুখর। সোশ্যাল মিডিয়ায় তারা এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

488705610_1070027195166333_7329210018488434730_n_20250406_195744876

বিজ্ঞাপন

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেতা ওমর সানিকে। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন অভিনেতা। 

সোমবার (৫ এপ্রিল)  নিজের ফেসবুকে তিনি লিখেছেন, হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 

এর আগে গাজাবাসীদের নিয়ে সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে। 

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।

489062448_1070505395118513_3342784481349707641_n_20250406_195753259

অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুকে গাজায় ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদতের চিত্র!

নায়ক ইমন লিখেছেন, গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাজা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ, এটি আল্লাহ্‌র কোরআনিক ওয়াদা এবং রাসূলের (স.) ভাষায় ঘোষণা। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |