আরটিভিতে আজ (১৬ এপ্রিল) যা দেখবেন

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১২:১৫ পিএম


আরটিভিতে আজ (১৬ এপ্রিল) যা দেখবেন
‘ইউএসবি’ নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন-

বিজ্ঞাপন

দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘আমি একাই একশো’। অভিনয় করেছেন মান্না, জনা প্রমুখ।

বিকেল ৫টায় শিল্প-সাহিত্য ও সংষ্কৃতি বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘অক্ষরের গল্প’। 

বিজ্ঞাপন

উপস্থাপনায়: কবি রেজাউদ্দিন স্টালিন, অতিথি: কবি ফারাহ জেহির। প্রযোজনায়: সুজন আহমেদ।

সন্ধ্যা ৬টা ৫মিনিটে চায়না কালচার নিয়ে অনুষ্ঠান ‘চায়না ফোকাস’।

সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৭টা ৩০মিনিটে কালজয়ী গানের বৈঠকি আসর: সংগীতানুষ্ঠান ‘এই  রাত তোমার আমার’।

রাত ৮টায় একক নাটক ‘লেডি কিলার ড্রাইভার আজিজ’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।

রাত ৯ টা ২০মিনিটে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক ‘গোলমাল’। 

পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।  

রাত ১০ টায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ইউনাইটেড স্টেট অব বরিশাল ‘ইউএসবি’।

পরিচালনা- মাইদুল রাকিব। অভিনয় করেছেন যাহের আলভী, মারজুক রাসেল, সেমন্তি সৌমী, শরাফ আহমেদ জীবন, শিবা শানু, মুকিত জাকারিয়া, চাষী আলম, মিহি আহসান, সাদ্দাম মাল, সিয়াম নাসির, পাভেল, সরয়ার অনিক প্রমুখ।

রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গোলটেবিল’।

রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission