ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ভেঙে গেছে ৪ বছরের সম্পর্ক, যা বললেন মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০৫:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পরিচয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর কথা বলা, সেখান থেকে ভালো লাগা ও প্রেম। দেখতে দেখতে গড়িয়ে গেছে চারটি বছরও। তবে নতুন খবর হলো, সেই সম্পর্কের নাকি ইতি হয়েছে। যার আঁচ পাওয়া গেল অভিনেত্রী সামিরা খান মাহির সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে তিনি এ কথা জানিয়েছেন।

মাহি লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রল হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।

27

চোখের জলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়।

বিজ্ঞাপন

জীবনকে ভালো-মন্দ দুই রকম অভিজ্ঞতা থেকেই দেখেছেন এ অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে মাহি প্রকাশ্যে এনেছিলেন প্রেমিক সাদাত শাফি নাবিলের কথা। এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |