জীবনানন্দ দাশকে নিয়ে শিল্পকলায় ‘কমলা রঙের বোধ’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০৭:০৭ পিএম


জীবনানন্দ দাশকে নিয়ে শিল্পকলায় ‘কমলা রঙের বোধ’
ছবি: সংগৃহীত

মহিলা সমিতির পর এবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। ২২ মে থেকে ২৪ মে টানা তিন দিন শিল্পকলায় অনুষ্ঠিত হবে নাটকটির চারটি প্রদর্শনী।

বিজ্ঞাপন

কবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম উঠে এসেছে কমলা রঙের বোধ নাটকে। নাটকটি রচনা ও নির্দেশনায় আছেন অলোক বসু। নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক বলেন, নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্মকে উপজীব্য করে। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনার শিকার হন। নাটকের গল্প শুরু সেখান থেকেই। ২২ অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তাঁর চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তার জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তাঁর ‘লিটারারি নোটস’ (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।

কমলা রঙের বোধ নাটকে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার ও কে এম হাসান। অন্যান্য চরিত্রে আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতম প্রমুখ। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, কস্টিউম ডিজাইন মোহসিনা আক্তার, সংগীত রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনা শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

বিজ্ঞাপন

আগামীকাল ২২ মে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে কমলা রঙের বোধ নাটকের চতুর্থ প্রদর্শনী। এরপর একই স্থানে ২৩ মে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ২৪ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। গত ৯ মে রাজধানীর মহিলা সমিতির মঞ্চে অনুষ্ঠিত হয় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে ১০ ও ১১ মে হয়েছে নাটকের আরও তিনটি প্রদর্শনী।

আরটিভি/এএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission