ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ছাড়া পেয়েই চতুর্থ স্ত্রীকে বাইকে ঘোরালেন নোবেল 

বিনোদন প্রতিবেদক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০২:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ধর্ষণ ও মারধরের অভিযোগে করা মামলায় গতকাল আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এরপর বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তাকে কারাগার থেকে নিতে আসেন নবাগত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান। এ সময় উভয়কে হাসিখুশি দেখা যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম গণমাধ্যমকে বলেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রসঙ্গত, গত ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন গায়ক নোবেল। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তার স্ত্রী। তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। 

বিজ্ঞাপন

এরপর গত ১৯ জুন কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। এই বিয়েতে দেনমোহর নির্ধারিত হয় ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

 এ সময় নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থিত ছিলেন। বিয়ের হিসাবে এটি নোবেলের চতুর্থ বিয়ে। 

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |