ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৫:০০ এএম


loading/img

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার (২৮ জুন)  রাত থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

বিজ্ঞাপন

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের পাশাপাশি তারকারাও ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছেন। সেই কাতারে আছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক যিনি জুলাই আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথেও বেশ সরব ছিলেন। এবার তিনি সরব হলেন ধর্ষণের বিচারের দাবিতে। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।

কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চমক লেখেন, যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায়বিচারের জন্য আওয়াজ তুলুন তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।

বিজ্ঞাপন

এদিকে মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |