ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কলকাতার হোটেলে তাদের হঠাৎ দেখা

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতের বরেণ্য সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে কলকাতার গ্র্যান্ড হোটেলে হঠাৎ দেখা হল বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লার। এসময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর এবং আশা ভোঁসলের পরিবারের সদস্যরা। তারা বেশকিছু সময় গল্প করেন।

বিজ্ঞাপন

প্রযোজক ও পরিচালক আলমগীরের নতুন ছবি ‘একটি সিনেমার গল্প’র শুটিং পরবর্তী কাজ হচ্ছে কলকাতায়। ছবিটিতে অভিনয় করছেন আলমগীর, সৈয়দ হাসান ইমাম, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা, আরিফিন শুভ ও সাবেরি আলম।

ছবিটির কাজের জন্যই আলমগীর এখন রয়েছেন কলকাতায়। তার সঙ্গে সেখানে রুনা লায়লাও আছেন। অন্যদিকে কলকাতার গ্র্যান্ড হোটেলে আশা ভোঁসলে তার পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছেন। এই খবর জানার পর রুনা লায়লা ও আলমগীর আশা ভোঁসলের সঙ্গে তার রুমে গিয়ে দেখা করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘তিশা আমার একমাত্র ছোটবোন’
--------------------------------------------------------

বিজ্ঞাপন

এসময় রুনা লায়লাকে জড়িয়ে ধরেন আশা ভোঁসলে। পরে তারা বেশ কয়েকটি স্থিরচিত্র তুলেন। রুনা লায়লা বলেন, আশা ভোঁসলে দিদির সঙ্গে হঠাৎ করেই দেখা হয়েছে। নানা গল্প করে মজার ও স্মৃতিময় কিছু সময় কাটিয়েছি।

বাংলাদেশের বরেণ্য শিল্পী রুনা লায়লা প্রতিবেশী রাষ্ট্র ভারতেও বেশ জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আশা ভোঁসলের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে রুনার।

বিজ্ঞাপন

প্রায় দুই বছর পর আশা ভোঁসলের সঙ্গে রুনার দেখা হয়েছে। এর আগে ঢাকায় একটি অনুষ্ঠানে একই মঞ্চে গানও করেছিলেন রুনা ও আশা।

জানা গেছে, আগামী বুধবার কলকাতা থেকে ঢাকায় ফিরবেন রুনা লায়লা।

আরও পড়ুন: 

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |