রুমানা রশীদ ঈশিতা। ছোটপর্দার এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়-গানের সঙ্গে জড়িত তিনি।
ভক্তরা এই প্রিয়দর্শিনীকে নায়িকা-গায়িকা হিসেবেও পেয়েছেন। মাঝে বিয়ে, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন ঈশিতা। এর ফলে মিডিয়া থেকে কিছুটা ধুরে ছিলেন তিনি।
এবার বিরতি ভেঙে মিউজিক ভিডিও নিয়ে ভক্ত-দর্শক-শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ঈশিতা। তাকে পাওয়া যাবে ‘জেগে থাকা মন’ শিরোনামের গানে।
সোহেল আরমানের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন অদিত। সম্প্রতি ঢাকা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে ভিডিওর শুটিং হয়েছে।
আর এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর নির্দেশনাও দিয়েছেন ঈশিতা। মডেল হয়েছেন আদর ও পায়েলিয়া পায়েল।
এর আগে ১৩টি নাটক পরিচালনা করলেও এবারই প্রথম মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ঈশিতা।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশিতা বলেন, ‘দীর্ঘদিন ধরে ভালো কিছু করার অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত মনের মতো কথা ও সুর পেয়েছি। এছাড়া মিউজিক ভিডিও নির্মাণ বেশ উপভোগ করেছি। সব ঠিক থাকলে মার্চের মাঝামাঝি বা শেষ দিকে দর্শক-শ্রোতারা আমার এই গানের ভিডিওটি দেখতে পাবেন’।
‘ভুলো না আমায়’, ‘রাত নিঝুম’ ও ‘কুলসুম’ শিরোনামে তিনটি একক অ্যালবাম প্রকাশ করেন ঈশিতা। তার সবশেষ অ্যালবাম প্রকাশ হয় ১৬ বছর আগে। আর পাঁচ বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়োজনে শেষবার কণ্ঠ দেন তিনি।
আরও পড়ুন:
এম/পি