ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২১ মার্চ ২০১৮ , ০৫:২৯ পিএম


loading/img
ছবিতে সৈয়দ আবদুল হাদী

‘মানুষের খুনে খুনে নদী হলো লাল/ বিস্ময়ে হতবাক এই মহাকাল/ জগতের বুকে এতো বীভৎস রূপ/ বিশ্ব বিবেক আজ তবু নিশ্চুপ’- এমন কথায় মানবতার গান গেয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী।

বিজ্ঞাপন

২০ মার্চ ইউটিউবে  উন্মুক্ত করা হয়েছে ‘বিশ্ব বিবেক’ গানটির অফিসিয়াল ভিডিও। এতে অংশ নিয়েছেন শিল্পী নিজেই।

সৈয়দ আবদুল হাদী বলেন, ‘বিশ্বব্যাপী দুর্যোগ চলছে। মানবতার অবমাননার ঘটনা ঘটছে। একবিংশ শতাব্দীতে এসেও এসব দেখতে হচ্ছে। মানবতার অপমান সহ্য করার মতো নয়। এসব নিয়েই এই গান। চলমান রোহিঙ্গা সমস্যার কথা মাথায় রেখে সময়োপযোগী এই গানটি করা হয়েছে।’

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: জোভান-সাফার ‘জন্ম’ (ভিডিও)
--------------------------------------------------------

‘বিশ্ব বিবেক’ গানটি লিখেছেন জাকির আবু জাফর। সুর ও সংগীতায়োজন করেছেন জোবায়েদ সুমন। ভিডিও তৈরি ও সম্পাদনা করেছেন সাদাত হোসাইন। ইউটিউবের পাশাপাশি ‘বিশ্ব বিবেক’ থাকছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স ও এয়ারটেলস্ক্রিনে।

গান নিয়েই এখন ব্যস্ত আছেন সৈয়দ আবদুল হাদী। তিনি বলেন, মাঝে মাঝেই নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে আসছি। এখন তো গান প্রকাশের ধরণ পরিবর্তন হয়েছে। নতুন মাধ্যমে নিজের গান প্রকাশ বেশ উপভোগ করি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন:

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |