ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আবারও রবীন্দ্রসঙ্গীত নিয়ে সৈয়দ আবদুল হাদী

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৭ মে ২০১৮ , ০৫:৫৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ হয়েছে কিংবদন্তি গায়ক সৈয়দ আবদুল হাদীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ভিডিওচিত্র। ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’শিরোনামের গানটি সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি গানটি উপভোগ করা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন ও টেলিফ্লিক্সে। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। এর ভিডিওচিত্র তৈরি করেছেন সাদাত হোসাইন। সৈয়দ আবদুল হাদীর পাশাপাশি ভিডিওতে মডেল হয়েছেন ঋদ্ধিসহ কয়েকজন শিশুশিল্পী।

২০১১ সালে রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন সৈয়দ আবদুল হাদী। দীর্ঘ বিরতির পর আবারও কবিগুরুর গান কণ্ঠে তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

সৈয়দ আবদুল হাদী বলেন, ‘সঙ্গীত জীবনের শুরু থেকেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার সম্পর্ক। আবারও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সুযোগ হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতার কাছে গান ও ভিডিওটি উপভোগ্য হবে।’

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |