ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মঞ্চে নতুন নাটক ‘হাছনজানের রাজা’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ , ০৪:৪৬ পিএম


loading/img
ছবি: নাটকের দৃশ্য

বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর এবার মঞ্চে নিয়ে আসছে মরমী গীতিকবি হাছন রাজাকে নিয়ে নাটক ‘হাছনজানের রাজা’। আগামী ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

বিজ্ঞাপন

এছাড়া ২১ এপ্রিল একই সময় পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘হাছনজানের রাজা’ নাটকটি প্রাঙ্গণেমোরের ১৩তম প্রযোজনা। শাকুর মজিদের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটকের নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘নাটকটির শেষ মুহূর্তের মহড়া চলছে। গতকাল ১৬ এপ্রিল জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়। আগামী ১৯ এপ্রিল আরও একটি কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এখন দর্শকের সামনে নাটকটি মঞ্চস্থ করার অপেক্ষায আছি।’

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : আইয়ুব বাচ্চুর গান ফেসবুকে ভাইরাল, ছেলেটি কে? (ভিডিও)
-------------------------------------------------------

সুনামগঞ্জ, নেত্রকোনা, রামপাশা, লক্ষন শ্রী আর সিলেটের একাংশ নিয়ে পাঁচ লাখ বিঘার বিশাল অঞ্চলের জমিদার ছিলেন হাছন রাজা। একইসঙ্গে সাধক হিসেবে বিশ্বব্যাপী তিনি সুপরিচিত।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সঙ্গীত পরামর্শক হাছন রাজার গানের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, সঙ্গীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু, আলোক পরামর্শক বাংলাদেশের প্রবীণ আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আলোক পরিকল্পনা করেছেন তৌফিক আজীম রবিন এবং পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ।

বিজ্ঞাপন

‘হাছনজানের রাজা’ নাটকটিতে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, শুভ, জুয়েল রানা, আশা, প্রকৃতি, প্রীতি, সুজয়, নীরু, সুমন, বাঁধন ও রুমা।

আরও পড়ুন : 

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |