ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আইসিইউ থেকে কেবিনে মিতা হক

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৫ জুলাই ২০১৮ , ০৫:৫৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মিতা হক শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন মিতা হকের মেয়ে জয়িতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মায়ের পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে তার বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।’

-------------------------------------------------------------------------------------------
আরও পড়ুন : এক অংক সুদেই ২১ হাজার ৮০০ কোটি টাকার ঋণ পাবেন কৃষকরা
------------------------------------------------------------------------------------------

বিজ্ঞাপন

জয়িতা সবার উদ্দেশ্যে বলেন, ‘সবার কাছে অনুরোধ, আপনারা যারা দুশ্চিন্তা করছেন, তারা মায়ের জন্য শুভাশীষ দিন। আপনাদের প্রার্থনায় মা-কে রাখুন। সেটা জরুরি। আপাতত, তাকে দেখতে আসাটা জরুরি নয়। পুরোপুরি সুস্থ হতে হলে এই সময়টুকু তাকে আলাদাভাবে রাখতে হবে। সবার সহযোগিতা চাই।’

মিতা হকের অসুস্থতা প্রসঙ্গে জয়িতা বলেন, ‘গত তিন বছর ধরে মা ‘ডায়েলিসিস’ নিচ্ছেন। গত ১৮ জুলাই জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে কিছু পরীক্ষা-নীরিক্ষার পর জানতে পারি, তার নিউমোনিয়া এবং ডেঙ্গু জ্বর হয়েছে। ডায়েলাইসিসের রোগী হওয়ায় যে কোনও রোগই চিকিৎসার জন্য কঠিন। সেজন্য ১৯ ‍জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

বিজ্ঞাপন

‘গত ২৩ জুলাই তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। এরপর সেদিন রাতে মায়ের শারীরিক অবস্থা ভালো হতে শুরু করে। এরপর ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে আজ (২৫ জুলাই) সকালে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এটা আপাতত ভালো খবর।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিআর/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |