দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা 

আরটিভি নিউজ

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০৬:১৯ পিএম


দাউদকান্দিতে ৫ জয়িতাকে সংবর্ধনা 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‌‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় কুমিল্লা জেলার দাউদকান্দির ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা, সংবর্ধণা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, দাউদকান্দি পৌরসভার সাবেক কাউন্সিলর আইরিন সরকার, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, রুশিয়া বেগম। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ নারীকে সংবর্ধণা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন,  সফল জননী নারী হিসেবে আইরিন সরকার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রোমানা সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সম্পা রানী সূত্রধর ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুশিয়া বেগম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission